সুরেলা দখিন হাওয়া আন্দোলিত হবে যখন -
গায় মেখে বৈকালিক স্নিগ্ধ রোদ, 
আয়েশি নৃত্যে লীলায়িত অঙ্গরাগে বাসন্তি কানন 
ফুলে ফুলে বাসন্তির পরাগ রমণ,
মৃদু সংগীতে ছড়াবে সোহাগ 
কোকিলের ঠোঁটে আর প্রজাপতি পাখনায় 
বাজবে সেতারের গুঞ্জন - 
আমি ঠিক উড়ে আসবো ডানা দুটি মেলে 
তোমার ওই চারুহৃদের বিলাসিত আঙিনায়। 


পড়বে ধুলো স্মৃতির পাতায় তবু যাবে না মুছে, 
থাকবে জেগে বাসি আয়োজনে।
স্মৃতিঝরা সন্ধ্যার বিষণ্ন কোলাহলে 
চোখে দেখি তার অমিত সম্ভাবনার জোয়ার
হারানো মানুষ - তখনো মন খুঁজে যাবে।
লাল পলাশের স্ফুটনুন্মুখ রঙের আভাটি 
হাঁটু ছাড়িয়ে নেমে গেলে মাঠের সীমানায় -
সব কথা সাঙ্গ হবে, সব সুর গাওয়া হবে, 
হাতে হাত রেখে হাঁটবো এসো, তুমি আমি নিরালায়।