আলস্য ভাঙার আবিলতা মুছে
তালকানা তামসিক রাত্রির নিঃঝুম শব্দরা
নীরবতার শিরায় টুপটাপ সৌরভ ছড়ায়
বিদেহী স্মৃতির চাদর বিছানো রাতের শিয়রে।


কী জানি কি অন্তঃস্পর্শী বোধের দ্যোতনায়
মৃদুমন্দ দোল খায় সচকিত পল্লব-কিশলয়
বিমুগ্ধ প্রীতে বাক্য-চরিতের অপূর্ব সম্মিলন
বোধের দেয়ালে ঝংকার তোলে অহরহ।


প্রাতে ও প্রণয়ে, উড়ে কিছু শব্দের বিদেহী পালক
চেতনার বলয়ভেদি ভাবনারা ঘুম পাড়ে অবিরত
বিলাসিত অন্তঃস্রোত বালিয়ড়ি ফুঁড়ে
তখনো উদ্ভাসিত হয় বুকের পাঁজরে।


দিবসের লেজ খসে গেলে আনমনে ভাবি;
অনিত্য সন্ধ্যায় তারা ফোটে কীসের আশায়?
দিন তবু জেগে রয় যাপন নেশায়
সন্ধ্যা ঘনায় ক্রমে জীবনের হাটে।


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১০) কাব্য সংকলনে প্রকাশিত।