জীবন বাগের পান্থ মোরা নেই তো পথের নিশানা।
পথের মাঝেই হাসা খেলা, পথ খুঁজে নেয় ঠিকানা।
পথই আসর, পথই বাসর, পথের যতি অজানায়
পথ নিয়ে যায় পান্থ টেনে গোর ও ঘরের আস্তানায়।


পথ হারিয়ে ভাবছ বসে দুঃখের বুঝি নেই সীমা
নিঃস্ব উদাস রিক্ত বাউল বাজিয়ে বিষাণ দামামা।
পথের খোঁজে ঘুরছ পথেই সূর্য দেখ যায় পাটে
তবু পথের খোঁজ পেলে না ভবের কঠিন এই হাটে।


ভাবছো বুঝি তুমিই ধরায় একক কোন দুঃখী
এই ভ্রমটা কেটে যাবে, হয়ে দেখ জীবনমুখী।
আরো অনেক দুঃখী আছে জেনে রাখ এই ভবে
অলীক সুখের আশায় তবে নেচে কুঁদে কী হবে?


আশায় বাঁচা, আশা-ই জীবন, আশায় বাঁধা বুক
দেখ, মরা নদী বাঁচার আশায় হয় কেমন উন্মুখ।
জীবন জুড়ে ছড়িয়ে আছে হাজার সুখের মেলা
দুঃখটাকে আপন ভেবে কাটাও কেন এই বেলা?
____________________
⭐ কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-০৭) কাব্য সংকলনে প্রকাশিত।