আগামী ২৮ এপ্রিল ২০১৮ কোলকাতায় অনুষ্ঠিতব্য বাংলা কবিতার কবিদের মিলনোৎসবের আয়োজক ও যোগদানেচ্ছু কবিদের প্রতি আন্তরিক ভালোবাসার নিদর্শন স্বরূপ আমার শুভেচ্ছা বাণীর এক ক্ষুদ্র প্রয়াস -
_________________________
প্রেম-প্রীতির নেই শুমার


* নমস্য অন্নদাশঙ্কর রায়, যেমন বলেন তিনি:
"তেলের শিশি ভাঙল বলে
খুকুর পরে রাগ করো।
তোমরা যে সব বুড়ো খোকা
ভারত ভেঙে ভাগ করো!"


আমি বলি: 
একই নদীর একই সুর - গঙ্গা ও পদ্মা
দুকুল বেয়ে বইছে অবিরত
দুইটি দেশের একই ভাষা হাসি-কান্না
মিলনে বিরহে বাজে নিয়ত।


ভাগ হয়েছে দেশটি, মনটি তো নয় 
দুটি দেশের একই রীতি 
একের দুঃখে কাঁদে অপর প্রাণ
জানায় সান্ত্বনা-প্রীতি।


দুই দেশের একই কবি রবি-নজরুল 
গেয়েছেন সাম্যের গান
আপদ-বিপদ কীবা দুঃখ শোকে আজো
কেঁদে উঠে ভাইয়ের প্রাণ। 

একই রক্ত একই গান প্রাণের আকুতি
একই সুরে গড়া
দেশ কেটেছে বটে, যায় না কেটে
রক্ত কভু ভাগ করা।


প্রাণের ভাষা বাংলা, যেন মায়ের বুকটি
তোমারো তো আছে একই সুখ 
কাঁটাতারে যায় না বাঁধা মন কীবা দৃষ্টি 
‎তোমার কুশলে তাই হই উন্মুক্ত। 

ভাগ হয়েছে দেশ বটে, নয় সুখ-দুঃখ
লালন নয় তো একা আমার 
বাউল গানে তুমি-আমি আজো মাতি
প্রেম-প্রীতির নেইকো শুমার।