নিঃসীম নিমগ্নতায় প্রেমের পারদ উঠে-নামে,
রঙধনু রঙ ছড়ায়, রঙ বদলায়
মোহপরায়ণতায় পুষ্ঠ সম্পর্কের শৈল্পিক কলা
বিম্বিত প্রতিভাসে আলো রেখে যায়...
তবু, কেন এত বিভাজন, এত হাহাকার?


কুয়াশার আলখেল্লা পরা আক্রান্ত হিমরাত
প্রাণের স্পন্দন খোঁজে অস্তিত্বের চেতনায়।
সংবেদী জ্যোৎস্নার দুধসাদা প্রহর
স্বচ্ছতা বিভেদী দ্যূতি বিছিয়ে যায় -
নির্ঘুম বিছানা স্বপ্নের জমিন হয়ে উঠে না।


প্রেম হারিয়ে গেলে বিরহের আলপথে,
খুঁজে নাও তারে আস্থার প্রসারিত চোখটি মেলে -
যা ঘটেছে তা দাও যেতে,
যাপনের আয়োজনে ডেকো না তারে...
নিশিভোরে দেখা দিবেই আশার রবি।


আহা, নীলিমার সব নীল মুছে যদি
বর্ণীল রঙধনুতে সাজাতে পারতাম এই পৃথিবী...
নোনা রুধির কেন এত ব্যথার স্মারক?
পঞ্চত্ব প্রাপ্তি বলে কিছু কথা আছে -
আমিও তো তারই কেনা দাস!


ঈর্ষার নীল চাদরে আবৃত করে নয় আর
অপরাজিতার নীলাভ রোমাঞ্চে তারে
হৃদয়ে পেতে চাই শুধু আত্মার বন্ধনে...
নতুন শব্দতরীতে জমিয়ে পাড়ি -
ভাবনার প্রত্নখননে কাটবে কবিতা প্রহর।