তোমরা যে কও, স্থির ঘন রও
                   এমনি কি আমি লড়ি?
সময়ের প্রতিভূ, জন্মেই গেছি ফেঁসে
                   ভাগ্যকে নিতে চাই গড়ি।
                           ‎
চলার পথটি ছিল না পুষ্পিত কিছু
                    বন্ধুর অতি অবিরল,
পারিনি চলতে সরল পথে তাই
                    হয়েছি তিক্ত গরল।
                            ‎
তবু কেটেছে বেশ, সময়ের রেশ
                    নিয়তির বিধিলিপি
সময়ের হাতে ভাগ্যটি ছেড়ে
                    নিজেকে দিয়েছি সঁপি।


সূর্যের নিচে তারা হয়ে জ্বলি
                    জীবনাকাশে মিটিমিটি
হর্ষ সময় কাটে বিষাদ বিধুর  
                    পেয়ে শেষ বিদায়ের চিঠি।