সময় কখনো স্থায়ী নয়,
ক্ষণস্থায়ীও নয় মোটে,
চির অস্থির সে দণ্ড-পলের মাপে...
সুস্থির হয় না সে অতীত কিংবা ভবিষ্যতের ফ্রেমে
এমন কি বর্তমানেও দাঁড়ায় না তিলেক
স্বস্তির নিঃশ্বাস নিতে...


কখনো সে সুবাতাসে হয় আমোদিত
উৎকট স্থবিরতায় কখনো আবার
কারেও সে করে শ্বাস রোধ।
কারো তরে হয় সে জাদুর চেরাগ
কারেও বা অন্ধকারে করে নিপতিত।


কালের ছাপ রেখে রেখে
ধায় সে আনন্দ চলায়
আপনার গায় তবু মাখে না কিছু।
নদীর ধারার মতই
সহস্র জনম জুড়ে গতিময় ও চঞ্চল।