অসীমের মাঝে সীমানা খোঁজে
                 যেথায় তুমি হয়ে গেছো নিঃস্ব
দাও ভালোবাসা, আশা ভরসা
                 গড়ে যাও এক নবীনতর বিশ্ব।
          
তুচ্ছ এ প্রাণ আছে কী বা দাম
                 যদি না তা লাগে কোন কাজে
স্তিমিত প্রভার মাটির পিদিম
           কী-বা আলো তার, মরে ব্যথা লাজে।


না থাকলে আঁধার পড়তো কি ধরা
                 আলোর বন্যা ওই দু'টি চোখে
রাত্রি বিহীন বুঝতে কি দিন
                 কি-বা আছে নয়নের সম্মুখে?


প্রলয়ের মাঝে খুঁজে নাও তবে
                 সম্ভাবনার নবীন চারা...
গভীর রেখায় এঁকে যাও কবি
                 সৃষ্টিটা হোক বাঁধন হারা!
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-১৬) কাব্য সংকলনে প্রকাশিত।