জনম কি মোর সফল হবে মা গো;
তোমার কোলে প্রথম যেদিন
চাঁদ সোনাটির পিকলো চোখে
আপন হাতে পরিয়ে দিলে
স্নেহ কণার স্বপ্ন কাজল।


সেদিন হতেই স্বপ্ন দেখার শুরু;
আজ অবধি বুনেই গেছি
সব আশাতেই চোখ পেতেছি
ক্লান্তি তবু আসেনি তো
নয়ানপাতে মোর।


ধন-জ্ঞানের কমতি হলেও
স্বপ্ন দেখার নেইকো ভাটা,
ব্যর্থ কোথাও হলে আবার
তোমার হাতের স্বপ্ন কাজল
জাগিয়ে তুলে নতুন আশা।


দাওনি তো মা যাদুর কাঠি
সহায় হতে সকল কাজে,
দিয়েছিলে ভালোবাসার তুচ্ছ কাজল ফোঁটা
সেই কাজলই আশার আলো -
আশিস হয়ে বহে অলখেতে।


তোমার আশিস হাতছানি দেয়
স্বপ্ন দেখার, আশা জাগায় মনে
তাইতো আজো লড়তে পারি
যুদ্ধ করেও টিকে আছি
অমঙ্গলের ভুবন 'পরে।


স্বপ্ন যদি দিয়েছিলে মা গো;
দাওনি তূলক-দণ্ড কেন হাতে
মাপতে আশার মূল,
তাইতো মা তোমার ছেলে আজও
বেহিসাবি স্বপ্নে করে মাত্রা ছাড়া ভুল।
------------------------------------------
🔯 কবিতাটি  'স্বপ্ন কাজল' (পৃষ্ঠা-১৩)
     কাব্যগ্রন্থে প্রকাশিত।