স্মৃতির গভীরে বনলতা জেগে থাক চিরকাল
কুয়াশা-রহস্যে ঢাকা প্রশান্তিকার মোহজাল!
নবনীত বাণী নেই - কী যেন সে কঠিন হৃদয়,
পাষাণের বুকে ঘুমায় নরম কাদার জলাশয়!


স্বপ্ন তাড়িত রাত খোঁজে ফেরে সময়ের হাত
অমোঘ তাড়নায় কবি করে শব্দের কষাঘাত।
সুরেলা শব্দ ঝংকারে বিমোহিত সেই তনু-মন
আবেশ প্রীতির ছোঁয়ায় তায় মুগ্ধতার আভরণ!


হতাশা কী যাতনায়, আনন্দ ও বেদনায়
নিগূঢ় অনুভূতি হৃদয়তন্ত্রী ছুঁয়ে ছুঁয়ে যায়!
প্রাণের জোয়ারে সবুজ চেতনারা ভাসে
নিবিড় গূঢ়ৈষা জাগে হৃদয়ের আকাশে।


ছিল মনে একদা যে ভালোবাসার ছবি 
কোথায় হারাল আজ; যেন অচিন রবি!
আজও তারে খুঁজে ফেরা চেনা নীলিমায়
বিষাদের চোরাগলি কিবা আনন্দ সভায়। 


বারেবারে মন চায়, যেন তারে ফিরে পায়
হারানো প্রেমটিরে ভালোবাসা ও বেদনায়।
প্রিয়ার বুকে মাথা রেখে শুদ্ধ প্রেমিক হবার
মধু-কথার ছোঁয়াতে তার ঊষর মন ভরাবার।


দহন ব্যথার ছাই উড়ে যাক সুদূর নীলিমায়
আপন করে নাও না তারে বুকেতে জড়ায়।
ঠিকানা অভিন্ন নয়, তবু থাক হৃদয়ের বন্ধন
নিবিড় প্রেরণায় খুঁজে নিক সৃষ্টির নব ইন্ধন!