সহজ করে কবিতা লেখা ভুলে গেছি অনেকদিন;
আমার দুটি চোখ আজ কাতর প্রচ্ছন্নতায় লীন,
কবিতা লিখতে স্বপ্ন লাগে আর আমি স্বপ্নহীন
অথচ সেদিনও কত স্বপ্ন বুনেছি দু'চোখে রাতদিন।
আমার কবিতা লেখার সবুজ মলাটের খাতায়-
আজ অনেক ধুলো;
কেউ এসে বলেনি বহুদিন, "একটা কবিতা বল"।
খাতার চেয়েও বেশিই ধুলো জমেছে আমার মনে
দু'ধুলোর একাকারে হেরেছি আমি, আপন জীবন রণে;
রাতের পর রাত, আসে ভোরের পর ভোর
সদা ছোটে নব পৃথিবী,
সেথায় আমি অচল অসাড় কবিতাহারা কবি।