ভয় নেই,
আমি তোমাদের কথা বলতে এসেছি।
তোমাদের শ্রম থেকে নিঃসৃত
শুকিয়ে যাওয়া ঘামের কসম,
আমি তোমাদের অধিকারের কথা বলতে এসেছি।


আমি এসেছি -
সভ্যতার ভাঁজে ভাঁজে
তোমাদের লুকিয়ে থাকা রক্তের কথা বলতে,
আমি এসেছি-
পথশিশু রূপে পড়ে থাকা ভবিষ্যতের কথা বলতে,
আমি এসেছি-
পতিতার মধ্যে লুকিয়ে থাকা পবিত্রতার কথা বলতে,
আমি এসেছি-
স্বাধীন দেশে বাকরুদ্ধ স্বাধীনতার কথা বলতে,
আমি এসেছি-
স্বীকৃতি পাওয়া বিকৃত ইতিহাসের অক্ষর মুছে ফেলতে।
আমি এসেছি-
বিনা অপরাধে ফাঁসিতে ঝুলানো সত্যের কথা বলতে,
আমি এসেছি-
একাত্তরে শহিদ মুক্তিযোদ্ধার না বলা অভিমানের কথা বলতে,
আমি এসেছি-
ছোট্ট সোনার বাবা হারানোর কষ্টের কথা বলতে,
আমি এসেছি-
চোখের সামনে ধর্ষিতার আত্মবিলাপে মায়ের যন্ত্রণার কথা বলতে,
আমি এসেছি-
আইন মহলে কান্নারত বিচারের কথা বলতে,
আমি এসেছি-
চেয়ারের লোভে মাকে বিক্রি করা সেই কুলাঙ্গারদের কথা বলতে,
আমি এসেছি-
রাজ পরিবারে রাজ মেহমান হওয়া অপরাধীর মুখ খুলতে।
আমি এসেছি-
বিচার না পাওয়া হাজার নারীর আত্মহত্যার গল্প বলতে,
আমি এসেছি-
অমানুষের কাছে গণধর্ষিত হওয়া গণতন্ত্রের কথা বলতে,
আমি এসেছি-
মানুষের চোখে পর্দা প্যাঁচানো ধর্ম বিক্রেতার মুখোশ খুলতে,
আমি এসেছি-
পাগলের অন্তরালে লুকিয়ে থাকা জাতির বিবেকের কথা বলতে।


ভয় নেই,
আমি তোমাদের কথা বলতে এসেছি।
কবির কলম থেকে নিঃসৃত হওয়া পবিত্র কালির কসম,
আমি এসেছি-
একটি সুন্দর শৈল্পিক সবুজ পৃথিবীর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে।
আমি তোমাদের কথা বলতে এসেছি।