সম্প্রতি চোখের সমস্যাটা বেড়েছে হয়তো,
সাগরগুলো ভাসতে দেখি নিজের চোখে,
মরণ গুলো হাসতে দেখি নিজের বুকে,
রাস্তাগুলো পরতে থাকে নিজের পায়ে,
কষ্টগুলো ঝড়তে থাকে নিজের গায়ে।


সম্প্রতি-
ভীষণ রকম খিটখিটে লাগছে নিজেকে,
খেতে বললে মারতে উঠি,
মারতে বললে একবারে ছুটি,
আদর করলে ঘেন্না লাগে,
ভালোবাসলে কষ্ট জাগে।


সম্প্রতি-
দুজন পাহাড়ে উঠেছিলাম।
চূড়া থেকে ধাক্কা দিয়েছে বিশ্বাসটা,
আমি পড়ে যাচ্ছি পাহাড় থেকে মৃত্যুর তলদেশে।
উপরে অট্টহাসিতে বিশ্বাসের চিৎকার,
বলছে- 'কেউ যদি দূরে সরে যায়
তাকে ধরে রাখাতে পায়ে পরবো না,
ধাক্কা না হয় মেরেছি
কিন্তু এভাবে পড়ে যেতেতো বলিনি!'


তাহলে কি আমি আত্মহত্যা করেছি?
সম্প্রতি-
নিজেকে নিজের মত লাগে,
নিজের মত...!!