আমি দেখেছি ঐ সকল নর নারী;
তারা মানুষ কিন্তু মনষত্ব নাই।


তাদের ঠিকই সৌন্দর্যতা আছে;
আছে একটি মন,কিন্তু মনষত্ব নেই।


তারা হুবহু দেখতে ভদ্র,
তবে থাকে মুখশের আড়ালে;
হ্যা আমি দেখেছি সেই মানুষ।


যে কিনা নিজের স্বার্থের জন্য;
কেড়ে নেয় অসহায়ের অন্য।


আমি দেখেছি,
যে কিনা কেড়ে নেয় দু'হাত পাতা মানুষের মুখের হাসি।


হ্যা এই আমাদের ভদ্র সমাজের মানুষ;
এটাই ভদ্র সমাজ,এটাই ভদ্র নামের মুখোশধারী মানুষ।


যারা কিনা নিজের আত্নসম্মান দেখে শুধু ;
নেই মূল্যবোধ ,কেড়ে নেই কারো কারো সুখের নীড়!
হ্যা এটাই মানুষ,তবে নেই মনষত্ব।
হ্যা জানি ...এরাই সেই,
যারা মানুষ রুপের অমানুষ।