সে নদী গড়িয়ে গড়িয়ে আকাশ ছোঁয়;
সে আকাশ দ্বিখন্ডিত-
এপাড়ে কালো মেঘ ছেয়ে-ওপাড়ে উচ্ছল নীলে যৌবনা!


'তুই' একটা দ্বীর্ঘশ্বাসের নাম,
কালের-কার্ণিশে ঝুলে থাকা 'অন্য' বাসনা;
তোর চোখে আকাশ দেখি,
আমি বনসাই!