জলকে সাথে না নিয়ে
জল কোথাও যায় না।
স্নায়ুবিক চাপে হয়তো
খানিক দ্বিধাগ্রস্ত থাকে সে,
তবে চূড়ান্ত  সিদ্ধান্ত নিতে
জল কখনোই দেরি করে না।
রোদতপ্ত মাটির উপরে
সে মুহূর্তই দেরি করে।
তারপর -
অপরাপর জলেদের সবাইকে নিয়ে
সে সুবোধের মতো মিশে যায়।
যেন কেউ সাথে নেই, সে একাই।


কী ভীষণ জলসাম্রাজ্য
অথচ, জলবৎ তরলং।