ফনফনিয়ে বেড়ে উঠছে শাখা
অনিশ্চিত, অথচ উর্ধ্বপানে।
পরিচর্যায় ত্বরান্বিত হয় কিছুটা বেড়ে ওঠা
তবু একাকীও, অলস রূপকথা সে শোনে না।
গুল্মের প্রকার তার নিজের কাছেই অজানা
তবু একটা পরিচয়পত্র, পল্লবে বর্ধিষ্ণু।
নিজের কাছেই রেখে দিয়ে সবকিছু -
ছুঁড়ে দিচ্ছে বাতাসের ডাম্বেল
প্রতিবাদ আর প্রতিরোধের বসন্তে।