নানা রঙ মুঞ্জরিত কোলাহলের কোলাজ দেখে আমি কতিপয় সিদ্ধান্তে উপনীত হই -
আজকাল সবাই বড্ড বেশি খাটিয়ে নিচ্ছে নিজেকে।
সাদা কালোর মাঝের রঙগুলো সম্পর্কে তুমি এবং তোমরা কেউই অবগত নও।
সব পাখি আর সব নদীর কারবার বনলতা সেনের সাথেই চুকে গেছে।
আমাদের ছায়া মুখোশ পরিধানে অনিচ্ছুক।
তুমি তো চিরদিন থাকবে না, চুলগুলো বনসাই করে রেখে যেও।
পুতুলজন্মের হাইপোথিসিসের বুকে এত্তোবড় ক্রুশ।
তরতর করে পূর্ণিমায় মাঝনদী সাঁতরাই যদিও আমাদের গল্পগুলো বহু ব্যবহারে জীর্ণ।
ফুরাচ্ছে ব্যক্তিগত কথোপকথন।
জানান না দিয়েই  ঢুকে পড়ে ম্লান হাসি হাসে অপ্রস্তুত ঈশ্বর।  
কিছু গোলাপ একান্তই নিজের।


আপাতত এগুলোই রাত্রিকুহকের বিকল্পস্বর।