বিভিন্ন সময়ওয়ালা কতক ঘড়ির বাদানুবাদে উপস্থিত হয়ে ভাবি, কিছুতেই এখানে আসা উচিত হয়নি আমার। গুঞ্জন তুলে কিছু আল্ট্রামডার্ন মৌমাছি তারস্বরে তিরস্কার করতে থাকে। যে জগতের বিচরণকারীর পরিচয়ে আমার এখানে আসা, সে জগত দিনে দুইবার হাজিরা দিয়ে যায় কীটদের আদেশে। জন্মলজ্জায় পীড়িত না হয়ে ওখানেই আমি একটি তোবড়ানো পিয়ানো বাজাতে শুরু করি। মাথায় ঘোমটা দিয়ে আদি ঈশ্বর বলেন, ওহে সুরহারামী! এতগুলো দীর্ঘশ্বাসেও ক্লান্ত হোস না তুই?? তবে আয়, দেখভালের কাজ নিয়ে আমায় মুক্তি দে, স্বর্গহারামীরা ঈর্ষা করে পিয়ানোটা আরশ থেকে ফেলে দিয়েছে।
বকবক ঈশ্বরের কথা কানে ঢোকার আগেই ক্ষণিকের অনধিকারচর্চাহেতু স্বীয় জগতে ফেরার দন্ড পেলুম। ইদানিং নিজেকে ছাড়া আর কাউকেই ফেক মনে হচ্ছে না।