মিথের সেই বৃক্ষ থেকে আমার মৃত্য তারিখ সম্বলিত পাতাটি ঝরে পড়লে স্বয়ং আজরাইলও কেঁপে উঠবে।
আয়ু বাড়াতে দীর্ঘ সময়ের জন্য সেজদায় পড়ে যাবে সব ফেরেশতাগণ।
মুক্তোসমৃদ্ধ সব ঝিনুক খুলে যাবে,
থমকে যাবে মরুভূমির বালুঝর,
নড়েচড়ে বসবে সবচেয়ে পুরাতন মমিটিও,
ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে আকাশ ঢেকে রাখবে আমায়,
হস্তিবাহিনীর উপর নয়, আরশের দিকে পাথর ছুঁড়ে মারবে আবাবিল পাখিরা,
স্বর্গের সমস্ত শরাব হেমলক হয়ে যাবে ঠিক।
এক আমার মৃত্যঘোষণায় নিমিষেই বিদ্রোহী হয়ে উঠবে উল্কার দল,
ঈশ্বররাজ্য ছিন্নভিন্ন করতে ছুটে যাবে দিগ্বিদিক
ঘূর্ণন বন্ধ রেখে ক্রোধে ফেটে পড়বে তাবৎ গ্রহরাশি,
এক আমিই মৃত্যুকে চুমু খাবো প্রেমিকের ন্যায়
তাৎক্ষণিক সঙ্গমে পুষিয়ে নেবো পিপাসা
মৃত্যুর কাছে যে আমার আজন্মের ঋণ।