১.
যাবতীয় সাধুতা গর্তে পুঁতে রেখে
সম্ভোগস্মৃতি হাতড়াতে চাই
যৌনতাকে বসিয়ে রেখে
একমনে কিছু ফানুস ওড়াতে চাই।
২.
আমারও মাঝে আছে প্রান্তহীন ব্যক্তিগত রানওয়ে, যেখানে কোনদিনই কোন অবতরণ কিংবা উড্ডয়নের ঘটনা ঘটেনি, বলা যায় ঘটবেও না। পুরোটা জুড়েই শুধু ব্যক্তিগত পানশালা আর বেশ্যালয়। থরে থরে সাজানো পবিত্রতম পাপগুলো। এখানে আমি লাস্যময়ী নারী যে কিছুই নিতে জানে না, শুধুই নীত হয়।
৩.
ভালোবাসতেও আসলে জানতে হয়। খামখেয়ালি, ক্ষণিক আবেগে উদ্বেলিত হয়ে উড়ে উড়ে বহুদূর - এ জিনিস মোটেও তা নয়। উচ্চমার্গীয় আর্ট বলা যেতে পারে। রঙের ব্যবহার না শেখা থাকলে আজীবন ঐ বিমূর্তের ধোঁয়া তুলে হিজিবিজিই এঁকে যাবে। আহা! ব্লু 'র জায়গায় যদি ডার্ক গ্রে ঢেলে দাও, কেমন খাপছাড়া হবে ব্যাপারটা! হয়তো জলরঙে একাকার হয়ে জাগতো ভাল, তুমি মস্ত আর্টিস্ট হতে গিয়ে তেলরঙে পুরো ব্যাপারই ভজকট করে ফেললে। যদি তোমার সাথে স্যুট না করে, তবে এসব ভালোবাসাবাসিতে কাজ নেই, ছেড়ে দাও। সাধনার যাতনায় ক্লান্ত সব ভালোবাসা। বিরক্ত সব, ব্যর্থ তুমি।
৪.
মেঘ দেখলেই  ভাবি কেউ এসে মনে করিয়ে দেবে গতজন্মের বর্ষাস্মৃতি,
মেঘ আসে, বর্ষা কাটে ;তার আর সময় হয়ে ওঠে না।
৫.
দিতে না হয় একটু ফ্রাকশন মিশ্রিত ভালোবাসা, হতেও তো পারতাম তাতে হ্যাবিচুয়াল লাভার। এখন তো রিমাইন্ডার বিহীন ভালবাসাও সর্বোচ্চ ওয়ান স্টার।