সুখস্বপ্ন নাকি দুঃস্বপ্ন জানি না। সুখের বললে পক্ষপাতিত্ব করা হবে। ব্যাপারটা এরকম ..... তুমি আর ঈশ্বর মুখোমুখি, দুজনের মুখই থমথমে। কঠিন অবস্থানে। ঈশ্বরের আপাতত কোন ইচ্ছাই নেই আমাকে ত্যাগ করার। আর তুমিও একদম হয়ে আছ বাংলা সিনেমা ....আমি শুধু তোমার। ঈশ্বরের দৌড় আমার জানা আছে। কেবল তুমি কীভাবে সামাল দাও, কি পরিকল্পনা দেখতে লাগলাম আগ্রহভরে। খুবই খারাপ লাগলো, হয়তো স্বপ্নের ভেতর কেঁদেও উঠলাম যখন দেখলাম তুমি ঈশ্বরের সাথে সন্ধি করছ। থাকবো তোমারই, শুধু পাঁচবেলা নিয়ম করে হাজিরা দিতে হবে তার কাছে। একদিন ঠিকই বুঝবে কি হারিয়েছ তুমি ... মাথা নোয়াতে নোয়াতে একেবারে সত্তর পর্দার ওপাশে ঈশ্বরের সাথে তখন স্বর্গ -নরককে সাথে নিয়ে কলব্রিজ খেলতে থাকবো। তোমার বাড়ানো হাত দুটি তখন মনে হবে মোমের পাখা।
মোমের পাখা ...........