আমারে তুমি দেখেছিলে আলোগন্ধের ওপারে, নির্জন কোনখানে
হয়তো সেইসব এখন ছেয়ে  গেছে গল্প আর মৌন সংলাপে।
নাগরিক আলোয় নির্জনতা আর ক্লান্তি ধুয়েমুছে
গতজন্মের কতো না আঁধার হয়ে এসেছিলে
নিষ্ফল প্রেমসন্ধানে।
আঁধার ঘরে দুয়ার খুলে হয়তো বসে থাকা হয় না ইদানিংকালে
হিমায়িত সুর হয়তো আর ভাসে না নীরব বসন্তে,
দোল খাওয়া কাশবনে,
সকরুণ অবাক বর্ষারাতে।
তবু জানো কি -
নিয়ম ছাড়াই এখন কলিরা ফুল হয়ে ফোটে।
যাবতীয় লুকোচুরি এখন হাস্যকর
আবছায়ারা ঠাঁই নিয়েছে অবেলার ঘুমবনে।
মেতে আছো সহাস্যে, ভিন্ন সুরের ভাঁজে।
বেলা যায় বিলাসে, নিলাজ কান্নারঙে।