হোক ছদ্ম, ভালোবাসার কথা বললেই চাতক পাখি তৃষ্ণা ভুলে
ভালোবাসি শুনলেই শুকনো ঝর্ণায় জল ঝড়ে
গল্প হবার জন্য শব্দগুলো একত্রে ভীড় করে
হোক না 'ভালবাসি ' শব্দটা কিছুদিনের জড়তা শুধু
তবুও তো অবেলায় বসন্ত আসে।
অন্তত আমি জেনে গেছি, বিন্দুমাত্র না থাকলে কেবল শব্দ হয়েই 'ভালবাসা ' উচ্চারিত হতে পারে না।
স্বাপ্নিক কিংবা প্রেমাসক্ত না হলেও নিয়ম করে 'ভালবাসি ' বলো
তাতেই আমি ভালবাসা কবলিত।