অগণন কাঁচপোকা স্মৃতি খেয়ে নিলে
কোন এক শকুন্তলা অসময়ে এসে সে কেমন নিপাট সাজে
ভরে দেয় মন যে কিনা সদা পরকীয়াপ্রবণ তবু
আলগোছে হৃদয় সে তো পেখমের মতো জ্যামিতিক সারল্য ধরে
উচাটন পল্লবের তৃষ্ণা মুছে যদিও স্বল্পাহারী কিছু বেদনা থাকে
শিশিরের মতো অগোচরের কারুকাজে
কোথা যেন শুনি সেই ড্রামবাদক
সুরের বিরতিতে কিছু নৃত্য সারে
উঠতি ফুলের সমাধিফলকে যতটা বৃষ্টির মতো রেণু ঝরে
যতটা মেঘ গললে পরে নির্দ্বিধায় বৃষ্টি পরে
তারও অধিক সারল্য নিয়ে
যাবতীয় সম্প্রদান দ্রুত সেরে নিয়ে
দেখো কেমন সহজ মীমাংসার মতো ভালোবেসে
আমিও আজ  ভালোবাসি শুনতে এসেছি।