নিপাতনে সিদ্ধ বলে  যে ব্যথারা
শুধু চিৎকার সদা
ফানুস! ফানুস হয়ে ওড়ে আর
সকাল থেকে দৌড়ে যে  দিগম্বর বিকেল আসে
সেখানে ঘরকুনো বকুল আর উলুধ্বনি একসাথে থাকে
অবেলার এস্রাজ কত স্মৃতিঝরা পালক নিয়ে
আরও ঝরাপাতার আবেগঘন বিন্যাসে
চিরহরিতের সে এক মাল্যদান পর্ব বটে
তারও অতীতে যে প্রেম তীরের বেগে
হাওয়া আর রক্তাক্ত নীলাভ হৃৎপিণ্ড কেটে
বেরোনোর তোড়জোড় শুধু।
বহুমাত্রিক এই শবাধারে
প্রজ্জলন আর বিগলন পর্ব শেষে
নিরীহ নির্মম অথচ কেমন কোমল এক
অশ্রুমাখা  ছায়া হেঁটে আসে।
নিভৃতে -
কোমল গান্ধারের মতো বেজায় ভালোবেসে।


( কবিতার আসরে এটি আমার ২০০ তম কবিতা। প্রায় আড়াই বছর ধরে আসরে আছি। বিভিন্ন সময় কবিতার আলোচনা সমালোচনার মাধ্যমে আসরের কবিরা উৎসাহ দিয়ে গেছেন। সবার প্রতি শুভেচ্ছা।)