পরিযায়ী ভালোবাসার একপ্রস্থ দূরে
ঘোলাটে রঙের নিদারুণ তামাশা
চোখে যে কত মধুবন
তার সীমান্ত ছুঁয়ে ছুঁয়ে  উমুক্ত বেলিফুল
নির্যাসের তাঁবু  গেড়ে
ডেকে আনা ব্যাপনপ্রিয় ধূলো
দেয়াল চৌচির ভেঙে
বিষাদ সারফেসের সমুদ্রবাগান।
শব্দগ্রহণ শেষে হাওয়া হয়ে গেছে প্রেমচন্দ্রিমা
এধার ওধার সাজানো মৃত ফুল
বিলাপ লেগে থাকা রেণু ধরে ধরে
মরে গেছে কাশফুল
ব্যাকরণ বৈকল্যে।
আলোহত, চন্দ্রাহত সখের দুরবীণে
অরণ্যবাসী ঢুকে গেছে
গভীর
        এবং
          গভীরতরে।