বক্রোক্তি ধরে ধরে চলে এসেছি সহজ গানে
নেশা তো পালে লেগে বেজায় তান -
উর্বর ভূমিহীন
মরুতে আর জলাধারে নাকফুল রুয়ে দিয়ে
চলে গেছি বেখায়ালি
সুতোকাটা বেগুনি রঙের ঘুড়ি নিয়ে।
        হায়াহীন
              কায়াহীন
                       ব্যক্তিগত বসন্তহীন
পৃষ্ঠা থেকে উঠে আসা
একাকী এক কয়ৌটের নাদে
অবেলায় এসে পড়া
        রোদের আঁচল খসা
                   নির্জলা বিষাদে।
( শিরোনাম রবি ঠাকুরের 'আকাশ হতে আকাশ পথে ' গান থেকে নেওয়া)