দগ্ধ মানুষকে নিয়ে কবিতা হতে পারে
বার্ন ইউনিট হতে পারে টাটকা থিম
এসব নিয়ে অবশ্যই কবিতা হতে পারে।
যেহেতু আপনারা  টুথব্রাশ থেকে কনডম কিংবা
সতী থেকে বেশ্যা সবাইকে নিয়েই কবিতা লিখে ফেলেছেন
যেহেতু আপনারা এই এক কবিতা লিখেই
ফেমিনিস্,  কম্যুনিস্ কিংবা ওভারঅল হিউম্যানিস্ হয়েছেন
তবে আপনাদের  মৃত্যুতারিখ আগাম জেনে নেওয়া দরকার
ঠিক কতটা কবিতা কিংবা কততম কবিতা লিখে কবি সুইসাইড করবেন
সুইসাইড বিষয়ক ঠিক কতোটা কবিতা লেখার পর তিনি সত্যিই কাজটি করতে উদ্যত হবেন
বিশদভাবে তা সকলকে তার জানিয়ে রাখা উচিত
কবিতা দিন দিন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে
কবি, আপনি আর কতটা 'এসকেপিস্' হবেন?
আমি জানি আপনি আমলা নন
নন কোন রাজনৈতিক নেতাও
আমি জানি আপাদমস্তক আপনি কবি
লাল কালি লাগে না
আমি জানি বিপ্লবের কবিতাও আপনি কালো কালিতেই লেখেন
সর্বশেষ মানুষটি দগ্ধ হয়ে গেলে,
সর্বশেষ নারীটি ধর্ষিত হয়ে গেলে,
সর্বশেষ শিশুটি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে
তারপর আপনি সত্যি সত্যি বেরিয়ে আসবেন?
আমি জানি আপনি আসবেন
আপনাকে আসতে হবে
কারণ সর্বশেষ মানুষ হিসেবে
নিশ্চয়ই আপনি দগ্ধ হতে চাইবেন না
নিশ্চয়ই আপনার মতো কবির এমন পরিণতি কেউ আশা করে না
যেহেতু আপনিই সর্বশেষ,
তাই চৌরাস্তায় দাঁড়িয়ে গায়ে পেট্রোল ঢেলে
ফস্ করে কাঠিটি ধরিয়ে গায়ে দিয়ে
চামড়া পোড়ার বিশ্রী শব্দ কানে নিয়ে
দুপ্  করে  মরার কাজটা
আপনাকেই করতে হবে।