রাত্রি যখন দ্বিপ্রহরে
বিষাদ মেখেছি,
ঝরাপাতার কান্না আমি
স্বপ্নে দেখেছি।


ভাঁজে ভাঁজে বেজায় রঙে
আসছ তুমি কে?
কালিঘোলা গাঢ় আঁধার
আগেই আছে যে।


ঘুম থেকে জেগে ওঠে
অন্ধ এক পাখি
পাখিটার চোখে আমার
দুঃখটাকে রাখি।


ডানা দুটি গুটিয়ে নিয়ে
মনটা বেজায় ভার
এত্ত ভারি স্বপ্নপুরাণ
বইবে কত আর?


আমি তবু স্বপ্ন ধরি
গন্ধ মাখি গায়ে
ডায়েরি আমার পড়ে আছে
স্বপ্নগাছের ছায়ে।


তুমি নাকি স্বপ্ন বেঁচো
রাঙা সিঁথির হাটে,
জারুলগাছ তাকিয়ে আছে
নেই তো তুমি ঘাটে।


তবু আমি স্বপ্নযান
স্বপ্ন দেখি রোজ,
সাদা কালোয় রোজ একবার
নেই তোমার খোঁজ।


ভাবছ আমার চোখের নিচে
কালসিটে দাগ পড়ে,
ভাবছ আমার সব ছাপিয়ে
অশ্রুনদী ঝরে ।


আমি এখন পেয়ে গেছি
মনভোলানো গান,
গানে গানেই চলছে ভেসে
আমার স্বপ্নযান।


(অনেকদিন পদ্য স্টাইলে কিছু লিখি না। হঠাৎ লিখতে ইচ্ছে হল)