স্থিরমৃত্যু এখানে এসে বহতা হয়ে যায়। অনাদিকাল থেকে আমি আদিপুস্তকের ঘ্রাণে বেঁচে থাকা এক লিবিডোপাখি। কানে কানে গোপন বলে যায় কিন্নরী। প্রিয় সেতারের সুর হারিয়ে যায়, মখমল বুনন ফুরিয়ে যায়। স্বপ্নের অর্বুদে বানান ভুল ছিল। গোপন স্বপ্নে চোখের পাতা হারানোর ভয়ে আমি বেছে নিয়েছি শালুকের শিকল। বিকল অশ্রু আরও আরও রঙে দাগাঙ্কিত হয়ে আদিম এক দৈত্যটুপি হয়ে যায়।
আমি ঘুঙুরবিহীন নৃত্যের প্রতি পায়ে একবার করে মরে গেছি।