এলার্ম দিয়ে রেখেছিলাম
সুইসাইডের ঠিক দশ মিনিট পর বেজে উঠবে
বস্তুত এই দশ মিনিটে ঘটতে পারে অনেক কিছুই
একজন মৃত বা হত্যাকারী হিসেবে কিছু দেখব পৃথিবীর -
আবার ফাঁস থেকে ধড়টা ছিঁড়েও পড়তে পারে
তখন হিসাবনিকাশ উল্টে যাবে
তখন পিঁপড়া সাপেক্ষে বিবেচনা করা হবে সম্ভাব্য করণীয়
অন্যদিকে কিছু রক্ত এলার্মঘড়িকে অপ্রত্যাশিত লাল করে দিতে পারে
এভিল ডেড -এ যেমন দেখা গেছে
যেহেতু মৃত্যুপূর্বে আমি বহন করে গেছি পরিমিত থ্রম্বোসাইট,
অনেকগুলো আধুলির মতো জমে উঠতে পারে ছোপ ছোপ রক্ত
আমার শিল্পসৃষ্টির দায় নেই -
তারপর আমি যাব গাছেদের জনসভায়
দীর্ঘ কথায়, মাছেদের আড্ডায়।