অনেক কিছুই হতে পারে। মোটা দাগে " তুমি নেই "।


হাইপোথিসিস ১ :
জন্মলগ্নে আমি তোমাকে পাওয়ার জিন সংকেত শরীরের কোষে হয়তো বহন করি নি। যে কারণে, এই বহতা মনের আতিপাতি শোনার মত যথেষ্ট সময় দেহের নেই।


হাইপোথিসিস ২ :
হতে পারে আমার পাশে থাকার মুহুূর্তে তোমার ওয়েভ ফাংশন কোলাপস করেছিল। তাই তুমি ভ্যানিশড হয়ে গেলে।  প্রতিটি কণা পদার্থবিজ্ঞানের সূত্র মেনে চলছে, আর মনুষ্য দেহ তো কার্বন কণা ছাড়া আর কিছু নয়।


হাইপোথিসিস ৩ :
শার্ল বোদলেয়ার বলেছিলেন, প্রিয়তমা হল বোতলের ভেতরের ওয়াইন, আর স্ত্রী হল ওয়াইনের বোতল। সম্ভবত তুমি মদ জাতীয় কিছুই হতে চাও নি। না পানীয়, না বোতল।


হাইপোথিসিস ৪:
হাবল সূত্র অগ্রাহ্য করে হয়তো তুমি প্রসারিত না হয়ে  দিনকে দিন চুপসে যাচ্ছ।


হাইপোথিসিস ৫ :
আমি ভাবি  তুমি  এটা করছ, ওটা করছ - আসলে তেমনটা নাও হতে পারে। হয়তো রাত বারোটা তোমার ঘুমের পরই বাজে।


হাইপোথিসিস ৬ :
হয়তো আমাদের ব্যর্থ প্রেমের পেছনে মার্কিন সাম্রাজ্যবাদের হাত আছে।


হাইপোথিসিস ৭ :
হয়তো অভ্যাসগত দূরত্ব আমাদের গা সওয়া হয়ে গেছে।


হাইপোথিসিস ৮ :
হয়তো একটা বসন্ত তুমি একাই কাটাতে চাইছ, কেননা কিছু গোলাপ একান্তই নিজের।


হাইপোথিসিস ৯ :
হয়তো আমরা একই অভিমান সমানসংখ্যক বহন করে চলছি।


হাইপোথিসিস ১০ :
হয়তো সম্প্রতি  তুমি সকল প্রকার মোহমুক্ত হয়ে নিপাট বুদ্ধ বনে গেছ।