পথিমধ্যে বহুবার নরক গুলজার হলো
জানা হলো না কোথায় থাকবো আমি
সার্ভার ভেঙে গেল
ধ্বসে গেল।
তুমি যেমন শব্দময়ী -
না, তুমি শ্লেষ্মারও অধিক
অনেকদিন কিন্তু হয়েছে এমন -
নৌকো নিয়ে বেড়াতে গেছি
ভরদুপুরে বৈঠা নিয়ে পালিয়েছি।
কত ভেবেছি,
তোমার আঙুল কেটেকুটে যাবে -
হয়তো ব্যথাও পাবে
আমি এ জন্মে চিলেকোঠা দেখি নি
দেখলেও জানো তো
কেমন ফাঁকিবাজ আমি -
তোমার আঙুলকাটা রক্ত গড়াতে গড়াতে
পায়ের কাছে এসে জমে গেছে
ছুঁতে পারে নি।
উড়ে যায় নি তো
মগডালস্মৃতি মনে থাকবে হয়তো
কেমন জব্দ বলো দেখি নি!


ক্রমশ এগিয়ে যাচ্ছি সুতীব্র মেহেদিপাতার দিকে।