আমি উপজাত হয়ে আছি
এই হৃদয়, সেটা শত অধিগ্রহণ শেষে তোমারই  থাকবে।
আর চকমকি নেইলপালিশ,
আমি জানি তোমার হাতে সেটা এখনো শোভা পায়।
যদি বলো  ধূলো দেখতে দেখতে তুমি চোখ হারাবে
তবে ধূলোপাড়ের বনেই হবে সংক্রান্তির ঘর।
যদি ঠায় দাঁড়িয়ে থাকো এক কাঠের পুতুল
তবে ফাল্গুন নেই সহসা শীতের পর
তবে রূপকথা হারায় পাতাবনে
নদীরা বেঁকে যায় এখানে সেখানে
মন্ত্র ধূপ মিলেমিশে সয়লাব
অনেক তো টেলিপ্যাথি হলো
কবে যাবে নিমন্ত্রণে
বেড়াতে -
কবেই বা আমাদের যৌথ গান?