আবার নিয়ে এসেছি রাতের অপেরা
দোলনায় নিভু নিভু সান্ধ্যমিউজিকে
তাল লয় পুড়ে গেল,
পেলাম শ্রুতিবিভ্রম, আকাঙক্ষার দেয়ালিকা।
চারিধার রয়ে গেছে অশ্রুকূলে
সিথানের ঘাম, সমুদ্র ভাসান
তুমি আছ নিরুপায় ঝুলে কেমন
মাদকাসক্ত দেয়াল।
তারামুদ্রা উল্টে গেছে
এরপর শূন্যের মহাজাগতিক ছক
কেটে কেটে দূরে গেছি
খুলে গেছে সবকটা সারফেস বোতাম।
দেহভর্তি আয়ু -
মায়া আর বিরহ রিদম।
আধেক বিকার, আধেক কুশলে
গড়ে ওঠে শব
নেই স্মৃতি, সারল্য আর গান
তবু অবয়বে উঠছ ভেসে
গ্রহণে আর বর্জনে
ছুঁড়ে দিচ্ছি অর্গানিক পথে
মিলনের বিরহধাম।