পুরোনো হয়ে গেছে বনের কাঁটাগন্ধ। এক পা, দু পা করে চলে গেছি স্বপ্নঝিল। কুমারীর কান্না হয়ে বসে আছে বনমোরগ। একটা গুরুগম্ভীর সেতার শুয়ে আছে বাঁকা হয়ে। কখনো সে বাজে নি। ঝিলিক দিয়েই মিলে গেল দরোজাখোলা স্মৃতি। হাভাতের অরণ্যে এখন বেজায় মনোকষ্ট। অধিগ্রহনে চলে গেছে বৃষ্টিতনু। উন্মুক্ত ঝাড়লন্ঠনে মায়াবী কাম। গালিভার হয়ে ওড়ে নেস্টেড মেঘ, দলে দলে আগুন এসে মৃদু অভিযোগে গোর দখল নেয়। বাঁ দিকের পকেটে ঘুমুচ্ছে রুমাল। জড়োসড়ো ভাবনাখোলে, দু একটি শ্যাওলাজমা কার্নিশ দেখা যায়। কারও কাছে বেলুন আটকানো সুতো নেই।