সূর্যটা আকাশকে বিদীর্ণ করে ফেললো
আর নদী তার কূলকে
শুধুই ভালোবাসি বলে।


সমুদ্র আছড়ে পড়ে প্রকান্ড পাথরের গায়ে
ভালোবাসি বলে।
খেয়াল নেই চাঁদের আলগোছে সরে যাওয়ার দিকে
শুধু একটা হিম স্বর, স্থিরতা তোমার জন্য নয়
বাতাসে কোকিলের আচ্ছাদন,
অরণ্যে আছড়ে পড়া আরেক অরণ্য, বসন্ত আর ছায়াদের দিয়ে
ভালোবাসি বলে।


মানুষের পদচিহ্ন আর হাসির রেশ পথ জুড়ে
ভালোবাসি তোমায়
দূরে কোথাও  জাহাজগুলো নদীময় সাইরেন বাজিয়ে চলে
আনন্দে উন্মাদ শুধু, ভালোবাসি বলে।