যদি বুজে যাই কোন ব্যক্তিগত বৃষ্টিদিনে
গীতবিতানের পৃষ্ঠাগুলো যেন এক একটা কিংখাপ
স্বপ্নের মীড়ে মীড়ে বাসন্তী রঙ পরিয়ে
তুমি  বলে যাও বিবরণ যাবতীয়
বুঝি সায়ন্তনী পেরিয়ে গেছে বহু সন্ধ্যা
রক্তরাগে একফালি সুর কীভাবে যেন বুনে দিয়ে
আলগোছে সরে যাও গুরুদেব আমার
চোখবোজা মুহূর্তে ঢের একা করে দিয়ে।
এভাবেই বসে থাকা
আড়ালের সমর্পণে কী এক নিষিদ্ধ মিথের ঘ্রাণ
তার ভাঁজে ভাঁজে তুমি প্রকাশিত হও
প্রেমপ্রার্থনার ধারাপাতে
থেমে যাওয়া বকুলঘ্রাণে
তুমি এক অবিনাশী প্রাণ আমার
উদ্ধত সকল তৃষ্ণা
আর দুয়ারপথের শিরোনামে।