সময় উল্টোমুখী হয়ে যাবে রাধিকার সাথে
কিংবদন্তী গতি তুলে
একে একে পার হবে বরফ যুগ
পৌঁছে যাবে ফার্স্ট থ্রি মিনিটস্ এ -
ক্লেদাক্ত রাত্রির দেয়াল ধরে ধরে
প্রকৃত অন্ধের মতো চলে যাব জ্বালামুখের দিকে
মায়াময় ঘ্রাণ কিছু বুকপকেটে
আরও অজস্র সবুজ চোখ দিকে দিকে
লোপাট করে দিচ্ছে স্মৃতিসানাই
বন্ধ হয়ে যাচ্ছে একজিট ডোর।
নির্জীব মথ একে একে টুপটাপ আছড়ে পড়ছে
তাদের কোন ডায়াস্পোরিক জায়গা নেই।
আমরা ভালো নেই ...
কেউ নেই এখানে,
ধূলোর মখমলে শুধু পায়ের ছাপ আছে
গুঁড়িয়ে  যাচ্ছে দিনগুলো সব
ছায়ারাত্রির ডাম্বেলে।