আমার ভাবনাতাড়িত দিনগুলোকে নিরহংকার করার ব্যাপারে আমার নিজস্ব উদ্যোগ চোখে পড়ার মতো। এটুকু বলার পরই নিজেকে ভারি হিংস্র স্বভাবের মনে হলো। তবুও আমি জুতোজোড়া তাড়াতাড়ি পরে নিচে নেমে গেলাম। হাঁটতে থাকি, যেন সবার মতোই দেখায়। যদি না দেখায়, তাড়াতাড়ি করে নকল করি। সবার মতোই থামি আবার এগোই। সারাদিন চললো নিরহংকার হওয়ার যাবতীয় প্রণালী। কাকে আমি বোঝাই যে, মৌলিক অহংকারটুকু কমছে না কিছুতেই। আর কি কি উপায়ে সেটা কমানো যায়, এ বিষয়ক চিন্তাগুলোও পরিহাসের ঠেকছে।