আমার  বিষাদাশ্রিত জীবনের জন্য পৃথিবীর আর  সকল মানুষকে দায়ী করে কবিতা লিখে গেছি। বলেছি তোমাদের মৃত্তিকা, তোমাদের শ্বাসে, থাকো। তোমরাই বেঁচে থাকো। অথচ আমিও অংশ নিয়েছি এই পৃথিবীরই পরিক্রমায়। পৃথিবীর কক্ষপথ থেকে বিচ্যুত না হওয়ার ঘটনায়, ভূমিকা আমারও বিন্দুতুল্য কম নয়। তবুও আমার অস্তিত্ব আমি কার্যত অস্বীকার করেছি। আমার স্বপ্ন অংশত কালো ছিল। তবুও তোমাদের ভুভুজেলার তাড়া খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত শুধু দৌড়েছি। শরের লক্ষ্য হয়েছি আমি। ভীষণ কষ্ট হয়েছে।
বলিনি শ্বাপদের নগরীতে বিপদজনক তোমরাও কিছুমাত্র কম নও। আসন্ন দাহের ঝলকানিতে ভয় হয় নি। ভয় আমি পেয়েছি তোমাদের মুখোশের উপরের মুখ দেখে।