কি এক ছিপছিপে আকাঙ্ক্ষায়
হাওয়ার কর্পূরে দুলে উঠলে তুমি
ঘ্রাণের সাজসজ্জা, বড়ো নিরহংকার
নিরুপদ্রবের সমস্তটা ভেসে এলো।
তুমি তো লগ্নপরের গান -
আমি গাইতে গিয়ে নির্জন এক সুর
হারিয়ে ফেলেছি বেখেয়ালী -
তুমি থেকে গেছ এইখানে
এই ধূলোর কিংখাপে,
বুঝি না সংলাপের কিছুই।


নেমে আসা গোধূলিলগ্ন ডাকে,
সবকটা পেখম কি সহজে খুলে
তারই দৃশ্যায়নে ভঙ্গিমা তোমার
আজও এতটুকু তুমি দূরে বসে নও।
আমি আবারও চলে যাব স্ফীত সমুদ্রে
বিধ্বস্ত পাড়ে বসে অনেকটা সময়
তোমার পাশে কাটিয়ে
চলে আসবো, যেমন এসেছি আগে।