বাতাস বড় আলসে পুতুল
সমস্তটা ফাঁকি যেন পুতুলচোখে
আহত  আমি থেকেই  যাচ্ছি পথে
বাতাস চলে গেলে পরে
কতোটা ধূলোমাখা হয়ে গেলাম
এ কথাটাই তো আগে মনে পড়ে।
অথচ কথা ছিল
বাতাস চোখ থেকে বের করে নেবে
সমস্তটা জল আর হাসি
নির্বাক দাঁড়িয়ে থাকতে হবে রাস্তার  মোড়ে
যেন বয়ে গেছে বহু যুগের ধ্বংসলীলা
আর এখন -
বাতাস চলে যায়
ওদিকে ফিরে আমি চলে যাই
মনে পড়ে না কখনকার বাতাস
কোনদিক দিয়ে চলে গেল
আদৌ কোন বাতাস এসেছিল কিনা
যা এসেছিল তা বাতাস ছিল কিনা ....