সমস্তটাই যেন উপলক্ষ্য দিয়ে ঢাকা -
এই যেমন,
ব্যথা উপলক্ষ্যে হারিয়ে যাই -
পুলক উপলক্ষ্যে হেসে ফেলি,    
                                আনন্দ হয়।
মায়া উপলক্ষ্যে জড়িয়ে ধরি
ধৈর্য্য উপলক্ষ্যে সরে যাই।


কে -ই বা জানতো,
উপলক্ষ্যহীন জীবন পেতে
এক অজানা কারণে মানুষ আগ্রহী নয়।