যেন  দ্বিধাগ্রস্ত এক হাওয়াকল হয়ে বসে আছি। দেখছি ফেলনা নয় কিছুই।
*
ফুলের পাখা গজালে সে আর ফুল থাকে না। হয়ে যায় মেকি ফুল কিংবা ছদ্মপাখি।
*
গিয়েছিলাম গন্ধ নিতে। ফিরে এসে দেখি কেঁদে ফেলেছিলাম।
*
কদাচিৎ কনডেম সেলে ঢুকে পড়ে উদ্বাস্তু জোনাকিপোকা।
*
কবির সাথে সারারাত কাটানোর পর সকালবেলা দেখি কালপ্রিট হয়ে গেছি।
*
আমার শোকপ্রার্থনার সব আনন্দ গীতবিতানে জমা আছে।
*
ভালোবাসি। বর্ধিত কলেবরে।
*
বিষণ্ণতার এই বর্ষারাতে জীবন যেন আমার সাথে ভাববাচ্যে কথা বলছে।
*
প্রতি চব্বিশ ঘণ্টায় একবার করে আমার দাহ সম্পন্ন হয়। মুখাঘ্নির ভার রাত্রি নেয়।
*
শুধু বর্ষাকালেই এই শহরটা ড্রিম কোর্ট থাকে। বাকি সময়ে অনবরত চলে হাংগার গেমস।