কেমন আছো, বলো তো ...
ইন্দ্রধনুর শর ছুটে যাচ্ছে তোমার দিকে
সান্ধ্যশরীরের বাঁকগুলো নিয়ে বসে আছো -
কবে থেকে বসে আছো?
কপালের ভাঁজে কতোটা জমেছে অসুখ?
                ঠিক কেমনটা আছো তুমি?


অন্যতর কথা, নানাশৈলির গল্প
ওসব পরে বলো তো ...
হারমোনি আর ক্যাকফোনিরা কোথায় থাকে -
            ঢের জেনেছি এগুলো।
শেষরাতের অপেরা কীভাবে মনটা দমিয়ে দিয়েছে
          আর কতো শুনবো?
তুমি কিন্তু বলছো না ...
         মুখ ফুটে বলছো না
               কেমন আছো আজকাল।


কি দিয়ে শুরু হয় দিন?
কোথা থেকে শুরু করো ভ্রমণ?
শেষবেলা কিসে করে ফেরো বাড়ি?
  কোন ক্ষণে মনটা উচাটন?
      ইচ্ছে করছে জানি সবই।
আগে বলো,
        আর কথা শুনবো না ...বলো ...
              কেমন ...কেমন আছো তুমি?