বরুনারা যে কোন নারী কোনকালেই নয়
বরুনার বুকে শুধুই  মাংসের গন্ধ
আপনি কোনদিনই পান নি।
তবু লিখেছেন সুগন্ধি রুমাল নাকি
উধাও হয়েছে বরুনার বুক থেকে ---
আপনি চেপে গিয়েছেন কবি।
আপনি কাব্যশৈলীতে উতরে যেতে চেয়ে
অভিমানের শো আপ ঘটিয়েছেন।


অন্য সবার কথা না রাখার সাথে
বরুনার কথা না রাখাকে --
আপনি একত্রে দাঁড় করিয়ে দিয়েছেন।
মাল্টিইউনির্ভাসের কথা বাদ দিলেও
এই পৃথিবীতে বসেই
একশো আটটা নীলপদ্ম বরুনাও তুলে এনেছে
আপনি শুধু কথা না রাখাকেই দেখলেন।
আপনার কবিতাটা পরিণত হয়েছে
রোমান্টিকতার মন্ত্রবাণীতে।
তথাপি,  বরুনারা থাকে
প্রেমিকা হয়েই থাকে।
কবিতার চেয়ে উচ্চতর কোনখানে।


দুরন্ত ষাঁড়ের চোখে নয়
আপনার কাব্যসুষমার লাল চোখে
কাপড় বেঁধে রাখলেই
অস্তিত্বশীল বরুনারা বাঁচে।