এপিটাফ বেয়ে বেয়ে কুয়াশা ঝরছে যদিও এটা শীতকাল নয়। আমাদের ফ্লাওয়ার ভেসেলে শুধুই ফুলহীন ধূলোর বসতি, যদিও পূজোর জন্য সবটা ফুল নেওয়া হয় নি। তোমার মানচিত্র থেকে নোংরা প্রনালীগুলো উধাও, যদিও কাল রাতে সিদ্ধার্থ তোমার স্বপ্নে আসেন নি। গগলস থেকে সরিয়ে নিচ্ছি সকল নাইট ভিশন, যদিও রাত্রি ছাড়া আমি দেখি না। তৃতীয়া তিথি থেকে দূরে রেখেছি চোখ, যদিও সপ্তর্ষির স্যাংচুয়ারি হলো হারানোর প্রকৃত স্থান।   কোন প্রস্তুতি ছাড়াই আমরা দিয়ে ফেলছি একে একে সব এক্সাম, যদিও একমুখী অভয়বাণী আমাদের কেউই দেয় নি। আর শিখে ফেলেছি নার্ভাস ব্রেকডাউনের সময় যা যা করণীয়, যদিও মনুষ্যত্ব নিয়ে আমাদের প্রথম থেকেই অহংকার।
চেয়ে নিচ্ছি আধখানা ডার্কনেস , যাকে বলে  অন্ধকার।