যে জায়গা চিনি না, যাই নি কখনো
সেখানে যাওয়াই যায়।
যেখানে গিয়েছি বহু, চিনি খুব ভালো
যাওয়া যায় সেখানেও।
যে জায়গা অল্প চিনি,
হারিয়ে যাওয়ার ভয় মূলত
সেইখানটাতেই।
এই শরবিদ্ধ অচলায়তনে
তুমি এক অল্প পরিচিত জায়গা।
যতোই চিনে ফেলি
ততোই বাড়ে আয়ত্তের পরিধি
নাগালের বাইরে ততোই কুয়াশার ঝরোকা।
এসো, কাছে এইখানটাতে এসো
তোমাকে অন্তত দুই তৃতীয়াংশ চিনে ফেলি।